মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : বাসস

হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্থানীয় সময় শনিবার (১ জুলাই) এশার নামাজের পর মদিনার প্রাণকেন্দ্র মসজিদে নববীতে সবুজ গম্বুজের নিচে শায়িত মহানবীর রওজা শরীফ জিয়ারত করেন তিনি। খবর বাসসের।

রাষ্ট্রপ্রধান সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং রিয়াজুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখি-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে মসজিদে নববীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।

মো. সাহাবুদ্দিন হজ পালনের জন্য ১০ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সৌদি আরবে পৌঁছান।

গত শুক্রবার (১ জুলাই) রাতে তিনি মদিনায় পৌঁছান। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে ৩ জুলাই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির।