জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) কমান্ডারদের কোর্সে অন্যদের সঙ্গে বাংলাদেশের কমান্ডার মেরিনা আক্তার (ডান থেকে দ্বিতীয়)। ছবি: বিপিডব্লিউএন

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) কমান্ডারদের কোর্সে অংশ নিয়েছেন বাংলাদেশের মেরিনা আক্তার।
গত ৫ নভেম্বর চালু হওয়া কোর্সে অংশ নেন বাংলাদেশ এফপিইউর এ কমান্ডার।

মেরিনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন তথা মনুস্কোতে দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, মিসরের রাজধানী কায়রোতে পুলিশ উপদেষ্টা লুইস ক্যারিলহো এবং সহকারী মন্ত্রী আহমেদ ইব্রাহিম দ্বিতীয় এফপিইউ কমান্ডার কোর্সের উদ্বোধন করেন।

এতে অংশ নেন জাতিসংঘের সুদান মিশন তথা ইউএনমিস, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিশন তথা মিনুস্কা, মালি মিশন তথা মিনুসমা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মিশন তথা মনুস্কো থেকে ৩৪ এফপিইউ কমান্ডার এবং মিসর থেকে আসা আটজন প্রতিনিধি।