অনুষ্ঠানে এক ছাত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে মেধাবৃত্তি। ছবি: ট্যুরিস্ট পুলিশ

মেধাবী ও সাহসী ৪৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। একই সঙ্গে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া বিপিএম পিপিএম এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ, তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পরীক্ষার ওপর ভরসা না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে, মেধাকে লালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা ট্যুরিস্ট পুলিশের মেধাবী, চৌকস পুলিশ অফিসার ও সদস্যদের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় মেধাবৃত্তি এবং সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা এই দেশের হাল ধরবে। আগামী দিনের আলোকবর্তিতা হিসেবে তোমরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে।’

প্রধান অতিথি ৪৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন ১৫ হাজার টাকার অর্থ ও বই প্রদান করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের হাতে মেধাবৃত্তি সংবর্ধনা নিয়ে স্মরণিকা ‘ঋদ্ধ’ উপহার হিসেবে তুলে দেন।

অনুষ্ঠানে এক ছাত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে মেধাবৃত্তি। ছবি: ট্যুরিস্ট পুলিশ

ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার প্রধান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মহোদয়ের নেতৃত্বে এই প্রথম ট্যুরিস্ট পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের উৎসাহিত করতে এই আয়োজন।’

এই বৃত্তি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখায় মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।