গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি। ছবি : কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গত ২৪ ঘণ্টার (২ ডিসেম্বর) অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মাদক কারবারি ও একজন মাদক সেবনকারী রয়েছেন।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন মোছা. রাশিদা বেগম (৫৫); তিনি খুলনার নিরালা এলাকার বাসিন্দা। মোছা. সুমাইয়া আক্তার(২০); তিনিও একই এলাকার বাসিন্দা। মো. লিমন (৩৪); তিনি রূপসা থানার বাগমারা এলাকার বাসিন্দা। মো. আসলাম শেখ (৩৮); তিনি দৌলতপুর থানার পাবলা নতুন রাস্তার মোড়ে বাস করেন।

তাঁদের খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীর নাম মো. টিপু গাজী ওরফে বিল্লাল গাজী (২৮), তিনি খানজাহান আলী থানার গিলাতলা এলাকায় বাস করেন। তাঁকে দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা হয়েছে।