ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে শেরপুর জেলা পুলিশ। এর স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: পুলিশ নিউজ

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনেকক্ষে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জনগ্রহণযোগ্যতার মতো অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে রেঞ্জের সব জেলার মধ্যে মার্চ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ ক্যাটাগরিতে পুরস্কার পায় শেরপুর জেলা পুলিশ।

সভায় শেরপুর জেলা পুলিশ ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে নির্বাচিত হয়। এর স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছ থেকে শেরপুর জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্মারক গ্রহণ করেন এসপি মো. কামরুজ্জামান বিপিএম।

সভায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সব জেলার এসপিরা উপস্থিত ছিলেন।