ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা যাত্রীদের জুতা। ছবি-সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা বাসে আরেকটি বাসের ধাক্কায় পাঁচজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওসি জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। সেই বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন।

সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে সেই যাত্রীদের তুলছিল। এ সময় পেছন থেকে আরেকটি বাস দ্রুতগতিতে রাসেল স্পিনিংয়ের বাসটিকে ধাক্কা দিলে সেটি যাত্রীদের ওপর উঠে পড়ে।
এতে বাসে চাপা পড়ে এক নারীসহ ৫ জন নিহত এবং ১০ জন আহত হন।

নিহতেদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও ত্রিশালের রাগামারা আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫)। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান সোহেল মিয়া।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।