যশোরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা, ১০০টি ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

গ্রেপ্তার আসামিরা হলেন মো. লাভলুর রহমান (২৭), মো. হাসেম আলী (৫৫), রাজিব হাসান মুন (২৪), সোহানুর ইসলাম (৩২), মো. ফিরোজ হোসেন (৪৮) ও মো. জহির হোসেন (২৪)।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ৯ অক্টোবর (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের শার্শা থানার আমলাহ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ লাভলুরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবির আরেকটি দল যশোরের চৌগাছা থানার আফরা চন্দপুর গ্রামে অভিযান চালিয়ে হাসেমকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।

যশোরে ডিবির অভিযানে ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এদিকে ডিবির একটি দল ৯ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোরের বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে রাজিব ও সোহানুরকে ১০০টি ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়েছে।
যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবির আরেকটি দল বেনাপোল বন্দর থানার কেলেরকান্দা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ ও জহিরকে ১০ বোতল ফেনসিডিলিসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধেও বেনাপোল থানায় মামলা হয়েছে।