ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২ (এপিবিএন) এর সহায়তা নিয়ে দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে।

এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এপিবিএন ২ এর একটি টিম ময়মনসিংহের মুক্তাগাছায় যায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২০ জুন দুপুর ২টার সময় মুক্তাগাছার খামারের বাজারের কলাদিয়া এলাকায় খামারের বাজার ঢাকা ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালায়। এ সময় বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ওই ইটভাটার মালিক মো. এমরান হোসেনকে (৩২), এক লক্ষ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

একইদিন বেলা ৩ টার দিকে এবিসি ব্রিকস নামে একটি ইটভাটার মালিক মো. হেলাল উদ্দিনকে (৫৩) পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিএসটিআইর অনুমোদন না থাকায় এই দণ্ড দেওয়া হয়।