এক অসহায় শীতার্ত ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর সোনাপুর ও মাইজদী রেলস্টেশনে মধ্যরাতে ১০০ জন ভাসমান অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্টেশনে ছিন্নমূলদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সীমা পারভীন নিশি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যেতী খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোতাহিন বিল্লাহ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভাসমান শীতার্ত লোকজনকে মানবিক সহায়তা হিসেবে এ শীতবস্ত্র দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।