আলমগীর হোসেন হত্যা মামলার ৪ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী জঙ্গলে স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেনের হত্যা মামলার অভিযুক্ত চার আসামিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামীম আল মামুনসহ পুলিশের সদস্যরা ১৯শে আগস্ট শনিবার মধ্যনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো. সুয়েল মিয়া (৩৩), জাহিদ হাসান ওরফে লালচান (৩৬), আব্দুল হক (৩২) ও জয়নাল হক (৩৪) নামের ওই চারজনকে গ্রেপ্তার করেন।

গত ২৫ জুন মো. আলমগীর হোসেনের মৃতদেহ সীমান্তের ওপারে ভারতের রংডংগা নতুন গারো বস্তির জঙ্গলে পাওয়া যায়। ২৭ জুন বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকে আলমগীর হোসেনের লাশ মধ্যনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় নিহত আলমগীরের মা মমতা বেগম (৫৪) ৪ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৮ আগস্ট মধ্যনগর থানায় হত্যা মামলা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আলমগীর হোসেনের সঙ্গে তাঁর সৎ ভাই লালচানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে লালচান অন্য অভিযুক্তদের নিয়ে পরিকল্পিতভাবে আলমগীরকে হত্যা করেন। আসামিরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেন।