রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লাইজু কবিরাজ ওরফে রাজু ও মো. মাহবুব আলম। খবর ডিএমপি নিউজের।

রোববার (৭ মে ) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিল থানার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, মতিঝিল থানার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় দেশ ট্রাভেল বাস কাউন্টারের সামনের রাস্তায় দুজন ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ রাজু ও মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।