উদ্ধার করা অবৈধ জালের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীঘাট নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

নৌ ফাঁড়িটির চাঁদপুরে দায়িত্বরত পরিদর্শক এবং সঙ্গীয় অফিসার ফোর্স আজ ২ মার্চ মেঘনা নদীর বিভিন্ন শাখায় জাটকা নিধনবিরোধী অভিযান চালানোর সময় আনুমানিক ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫ হাজার।

এ ছাড়া নৌ পুলিশের টিম ৪৫ কেজি মাছ উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।