কক্সবাজারে ক্লুলেস হত্যার ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার নারী। ছবি: পুলিশ নিউজ

ভ্যানচালকের তথ্যের ভিত্তিতে কক্সবাজারে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, ২০১৬ সালে কক্সবাজারের চকরিয়া থানার দক্ষিণ কোনাখালী গ্রামের সালাউদ্দিন ওরফে আরিফকে (৩৫) বিষ দিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সিআইডি আরও জানায়, মামলার পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা কক্সবাজার বাস টার্মিনালের একজন ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করেন। ওই ভ্যান চালকের দুই বোন ও কথিত ভগ্নিপতিকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ছলমা ওরফে ছালমা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ছালমা। পরবর্তী সময়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।