নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠেয় এটিপি দুবাই টেনিস টুর্নামেন্টে খেলবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। করোনা ভ্যাকসিন না নিয়ে বিতর্কের মধ্যে পড়া জোকোভিচ দুবাই টুর্নামেন্টে অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বাসসের।

করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছেন জোকোভিচ। ফলে জয় করা হয়নি রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম শিরোপা।
দুবাই টুর্নামেন্টের ফাঁস হওয়া একটি তালিকা সাংবাদিকদের কাছে পৌঁছেছে। সেখানে দেখা যায়, ২১ থেকে ২৬ ফেব্রুয়ারির ইভেন্টে শীর্ষ বাছাই হিসেবে রাখা হয়েছে জোকোভিচের নাম।

এ মাসেই কোভিড বিতর্কে জড়িয়ে আইনি লড়াইয়ের পরও অস্ট্রেলীয় ওপেনে অংশগ্রহণ করতে পারেননি ৩৪ বছর বয়সী সার্বিয়ার এ তারকা। ওই ঘটনায় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন জোকোভিচ।