বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সে গুঞ্জন অস্বীকার করেছিলেন।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি নিজেই বিবৃতি দিয়ে জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। খবর প্রথম আলোর।

তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন কোহলি। টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, সেই ঘোষণা এখনো আসেনি।

তবে গুঞ্জন রয়েছে, কোহলির পরিবর্তে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে।

বিবৃতিতে কোহলি বলেন, ‘কাজের চাপ কতটুকু নেওয়া উচিত, কতটুকু নেওয়া যায়, সেটা বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ৮-৯ বছর ধরে তিন সংস্করণেই খেলা ও ৫-৬ বছর ধরে নিয়মিত অধিনায়কত্ব করে যাওয়ার কারণে যে রকম কাজের চাপ সহ্য করতে হয়েছে, এরপর এখন এসে আমার মনে হচ্ছে যে ভারতীয় দলকে টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হতে নিজেকে কিছুটা ছাড় দেওয়া উচিত।’

এই সিদ্ধান্তের কথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ এবং নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বলেও জানান কোহলি।