ভোলায় অবৈধ জাল নির্মূল ও জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জন জেলেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খবর বাসসের।

জেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে ১৯ জানুয়ারি (বুধবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার মাছঘাট এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বিশেষ এই অভিযান চালানো হয়। এ সময় ৬৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪৩ মণ জাটকা ও ৪টি কাঠের নৌকা আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারের (ভূমি) সাতটি ভ্রাম্যমাণ আদালতে ১৫টি মামলায় ৭৫ জনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকাগুলো হতদরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।