কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। ছবি : বাংলাদেশ পুলিশ

ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২ ও ক্যাম্প-৫ পরিদর্শন করেন তাঁরা।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন ব্র্যাকের সহকারী পরিচালক মো. আকরামুল ইসলাম ও সহকারী পরিচালক কে এ এম মোরশেদ।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধিদলটি বেলা দেড়টার দিকে কুতুপালং বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ১৪ এপিবিএনের ভেন্যু প্রটেকশন পার্টি এবং মোবাইল টহল পার্টি।