প্রতীকী ছবি

ভেজাল প্রসাধনসামগ্রী তৈরি ও বিপণন করছে এমন একটি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। খবর প্রথম আলোর।

তিনি জানান, গতকাল সোমবার ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিন লাখ টাকা মূল্যমানের ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিউদ্দিন সাগর, নাজিম হোসেন, এম কে পারভেজ, আনোয়ার হোসেন ও উজ্জ্বল হোসেন মুকুল।

হারুন অর রশীদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, বেশি মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপণন করছিলেন তাঁরা। এতে স্বনামধন্য কোম্পানিগুলোর সুনাম নষ্ট হচ্ছে ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ভেজাল প্রসাধনীগুলোতে অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই মোড়ক ব্যবহার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আরও জানান, ভেজাল প্রসাধনসামগ্রী ব্যবহারের ফলে সাধারণ ভোক্তাদের ত্বকের ক্যানসারসহ নানা রোগ হচ্ছে।