পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই চোরাকারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলার ছাতক থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৩৫ বস্তা চিনি, একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

ছাতক থানার একটি চৌকস টিম ৩৫ গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া নয়টার দিকে ছাতক থানাধীন এমদাদনগর গ্রামসংলগ্ন পিয়াইন নদের উত্তর পাড়ে এই অভিযান চালায়। এ সময় আব্দুল লতিফ বিরাই (৫২) ও উসমান আলী (৩৬) নামের দুজন চোরাকারবারিকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে ১ হাজার ৭৫০ কেজি (৩৫ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার এবং নৌকাটি জব্দ করা হয়।

উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনি বাংলাদেশে আনা হয়েছে বলে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন।

তাঁদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।