আরপিএমপির ডিবি সোমবার রংপুরের তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুরে ‘হাবিবা গ্রিজ কর্নার' নামের কারখানায় অভিযান চালায়। ছবি: আরপিএমপি

রংপুরের তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুরে ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামের গ্রিজ কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার এই অভিযান চালায়।

অভিযানে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের ছাড়পত্রও নেই। এতে গ্রিজ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি।

প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও নেই। এখানকার পণ্য প্যাকেটজাত করা হতো নকল মোড়কে।

এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

অভিযানে কারখানা থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে সব ত্রুটি সংশোধন করে উৎপাদনসহ কারখানাটির সব কার্যক্রম চালুর আদেশ দেওয়া হয়।