ভূরুঙ্গামারীর প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় কুড়িগ্রামের ডিসি, এসপিসহ সংশ্লিষ্টরা। ছবি: বাংলাদেশ পুলিশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ সামনে রেখে ভূরুঙ্গামারী উপজেলার প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়সহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় চেয়ারম্যানরা।

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ মতবিনিময় সভা হয়।

সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং এসপি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে নির্বাচন কমিশনের সব আদেশ-নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

ডিসি ও এসপির ভাষ্য, সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।