খাগড়াছড়ি পুলিশ লাইনসে বৃহস্পতিবার ফল উৎসবে এসপি মুক্তা ধরসহ পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর পিপিএম (বার)-এর উদ্যোগে প্রথমবারের মতো জেলা পুলিশ লাইনসে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ উৎসবের আয়োজন করা হয়।

গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল, কলা, ডাব, নারকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেঁপে, খেজুর, বেল, জাম্বুরাসহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।
পুলিশ লাইনসের ফোর্স ও বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এসপি মুক্তা ধর।

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে।’

এসপি বলেন, ‘এখন জ্যৈষ্ঠ মাস চলছে। বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে। আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যকে নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি। আজকে এখানে যারা উপস্থিত ছিল, তারা সকলে এই ফলগুলোর স্বাদ উপভোগ করেছে। আজকের দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনসে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে, বাড়িতে বসে আত্মীয়স্বজনের নিয়ে খাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের শরীর সুস্থ ও সবল রাখবে।’

ওই সময় উপস্থিত পুলিশ সদস্যদের একজন বলেন, ‘সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। পুলিশ লাইনসে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

ফল উৎসবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।