ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ সময় একটি কার্গো জাহাজ চারজনকে জীবিত উদ্ধার করে।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) তিউনিসিয়ার সাফাক্স শহর থেকে ৪৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করে নৌকাটি। খবর রয়টার্সের।

যাত্রার কয়েক ঘণ্টা পরেই নৌকাটি ডুবে যায়। এতে ৪১ জনের মৃত্যু হয়।

বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে আইভরি কোস্টের তিনজন পুরুষ ও গিনির একজন নারী রয়েছেন।