চীনের উত্তর-পূর্বাঞ্চলে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এ ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন। খবর কালের কণ্ঠের।

লিয়াওনিং প্রদেশের পানজিন শহরের পানজিন হাওয়ে কেমিক্যাল কোম্পানি লিমিটেডে রোববার স্থানীয় সময় বেলা ৩টা ১৩ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়।

ঘটনার সময় ওই কোম্পানির কর্মীরা একটি অ্যালকিলেশন স্থাপনায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। বিস্ফোরণে শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।