হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

জানা গেছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শিমুলতলা গ্রামের মাহিনুর আক্তার (১৯) নামের এক তরুণী গত ৪ জুন জেলার শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন যে, ভুলক্রমে তার ২০ হাজার টাকা অন্য একটি ভুল বিকাশ নম্বরে চলে গেছে।

পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করলে বিকাশ নাম্বারের মালিক ফোন রিসিভ করেন, তবে বিকাশে পাওয়া টাকা ফেরত দিতে অসম্মতি জানান এবং এক পর্যায়ে ফোন বন্ধ করে রাখেন।

পরবর্তীতে হারানো টাকার মালিক জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আসলে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হকের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং টিম ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ২০ হাজার টাকা সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন জগধল ইউনিয়নের সিংহনাথ নামক জায়গা থেকে উদ্ধার করে ।

পরে প্রকৃত মালিককে সে টাকা বুঝিয়ে দেওয়া হয়।