সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)।

হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলার নিবিড় তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কেএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণকে পুরস্কৃত করা হয়।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।