জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা। ছবি: সংগৃহীত

আগামী শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ-২০২২। সাত দেশের এই টুর্নামেন্টে প্রথম দিন থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের আগে বৃহস্পতিবার প্রথম অনুশীলন করেছে দলগুলো।

অনুশীলন শেষে মাঠে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের সালমা। বিশ্বকাপ প্রস্তুতি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এই টুর্নামেন্টে কাজে লাগবে বলেও মনে করেন বাংলাদেশ দলনেতা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালমা বলেন, ‘একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়েরাও ফর্মে আছে। আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে ভালো কিছু আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এখানে ভালো করতে হলে সব কটি ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। তিনটি ডিপার্টমেন্টে ভালো করলেই সাফল্য আসবে। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’