কেএমপির মনিটরিং সেলের সভায় উপস্থিত পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। ছবি: কেএমপি

আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র মামলার তদারকি এবং জঙ্গিসংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন কেএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম।

ন্যায়বিচার নিশ্চিতকরণে তিনি সব জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদের নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে মামলার তদন্ত সমাপ্ত করার তাগিদ দেন। একই সঙ্গে দ্রুত পুলিশ রিপোর্ট দাখিল করাসহ দীর্ঘদিন ধরে মুলতবিকৃত মামলাগুলোর নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।