শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছেন। ছবি: বাংলাদেশ পুলিশ।

শেরপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।

গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ সতেজ রাখতে এবং কর্মস্পৃহাকে বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার অংশ হিসেবে শেরপুর জেলি পুলিশ এই টুর্নামেন্টের আয়োজন করে।

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদসহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদসরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কনস্টেবল থেকে তদুর্ধ্ব পুলিশ কর্মকর্তাদের
১৬টি দল অংশগ্রহণ করেছে।