আসামে কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১৪ জন নিহত। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। খবর আজকের পত্রিকার।

স্থানীয় সময় আজ বুধবার ভোর ৫টায় আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। বাসটিতে তখন ৪৫ জন যাত্রী ছিলেন।

পুলিশ বলছে, যাত্রীবাহী বাসটি তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে রাত ৩টার দিকে ওই বাসে করে যাত্রীরা যাত্রা শুরু করেন। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করায়। গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ।