প্রতীকী ছবি

উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় গতকাল সোমবার (১৮ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে। খবর সমকালের।

দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন গোয়েন্দা প্রধানেরা উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য সিউলে বৈঠক করেছেন বলে জানা যায়। এ বৈঠকের পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

সম্প্রতি পিয়ংইয়ং নিজেদের অস্ত্রগুলোকে হাইপারসনিক, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট বিধ্বংসী অস্ত্র দাবি করে তার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং অস্ত্রের যেসব পরীক্ষা চালাচ্ছে, এর মধ্যে কিছু কঠোরভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।
উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে বিশেষভাবে নিষেধ করেছে জাতিসংঘ।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের সিনপো বন্দর থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। যেখানে পিয়ংইয়ং সাধারণত তার সাবমেরিন ঘাঁটি করে রেখেছে। এরপর এটি পূর্ব সাগরে গিয়ে অবতরণ করে, যা জাপান সাগর নামেও পরিচিত।