ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ছবি: সংগৃহীত

সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণা করা হয়। খবর বাসসের।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের কোচ হিসেবে দায়িত্ব পেলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলের দায়িত্ব নেবেন তিনি।’

দ্রাবিড়ের নিয়োগের বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে বিসিসিআই গর্বিত। রাহুলের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার রয়েছে; পাশাপাশি খেলাটার অন্যতম সেরা চরিত্র। জাতীয় ক্রিকেট একাডেমিতেও (এনসিএ) অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আশা করি জাতীয় দলের কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে দ্রাবিড়।’

গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হতে আবেদন করেন দ্রাবিড়। ২০১৬ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন তিনি।
দ্রাবিড়ের অধীনে ২০১৬ সালে ভারত রানারআপ হলেও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হন ভারতীয় যুবারা।