ভারতীয় চিনিসহ জব্দ করা পিকআপ ভ্যান। ছবি : সমকাল

মৌলভীবাজারের জুড়ীতে ভারতীয় চিনিভর্তি একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার আমতৈল-কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। খবর সমকালের।

পুলিশ জানায়, বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল-কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান থামানো হয়। সেটিতে তল্লাশি চালালে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি পাওয়া যায়। চালকের কাছে ওই চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় চিনিসহ পিকআপ ভ্যান ও চালককে থানায় আনা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মো. খায়রুল ইসলাম (২৭) জানায় এই চিনি ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

গ্রেপ্তার চালক মো. খায়রুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এসআই ফরহাদ মিয়া জুড়ী থানায় মামলা করেছেন।