পুলিশি হেফাজতে কুড়িগ্রাম সদর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ জুয়াড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) রাতে সদর থানার পুলিশের একটি টিম কুড়িগ্রাম সদরের ২নং হলোখানা ইউনিয়নের ভেরভেরি নয়ারহাট পুরাতন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত রুমে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করে জুয়া খেলার সরঞ্জাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেরভেরি এলাকার মো. মোকলেছুর রহমান (৩২), মো. সায়েদ আলী (৬৫), হরিকেশ মধ্যপাড়ার মো. বাদল (৫০), হরিকেশ কানিপাড়ার মো. আজাদ আলী (৪৮) ও হরিকেশ মধ্যপাড়ার মো. আবেদ আলী (৪৭)।

কচাকাট থানা-পুলিশের অভিযানে উদ্ধার তাস ও নগদ অর্থ। ছবি: বাংলাদেশ পুলিশ।

একই দিন কচাকাট থানার পুলিশের একটি টিম ওই থানা এলাকার শিশু নিকেতন কেজি স্কুলের পেছন থেকে জুয়া খেলা অবস্থায় ১ সেট তাস, জুয়া খেলার নগদ অর্থসহ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচাকাট ইসলামপুরের মো. এরশাদ আলী (৩৫) ও শিবের হাট এলাকার মো. ফজলু (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।