পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিদের একজন। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং মৌলভীবাজার সদর মডেল থানার পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের শনিরবাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ সিপাউর রহমান শিপন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের এক অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মুজিব মিয়া (৫০) এবং রমজান মিয়া (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৯ জানুয়ারি) মধ্যরাতে সদর থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর মানিকপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এ সময় মুজিব মিয়ার কাছ থেকে ১৮ পিস এবং রমজান মিয়ার কাছ থেকে ১৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে কুলাউড়া এবং সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।