সিলেট জেলা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের শুক্রবার ভারতীয় চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদানের কিছু মুহূর্ত। কোলাজ: পুলিশ নিউজ

সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার ছিল দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের প্রথম দিন। প্রথম দিনেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

আগত রোগীরা গ্যাস্ট্রোলজি, কিডনি ও ক্যানসার বিষয়ে বিশেষজ্ঞদের স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।

সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে সিলেট বিভাগের ১৩টি ইউনিটের পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। দুই দিনব্যাপী এ ফ্রি হেলথ ক্যাম্প চলবে আগামীকাল পর্যন্ত।

গত ২৬ আগস্ট এ বছরের প্রথম ফ্রি হেলথ ক্যাম্পটির আয়োজন করা হয়। এ ক্যাম্পের মাধ্যমে ভারতীয় চিকিৎসক থেকে বিভিন্ন বিষয়ে সেবা গ্রহণকারী পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন। অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন। অন্যদিকে কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।