লিওনেল মেসি ও নেইমার। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে পিএসজি চুক্তি শেষ হতে বাকি মাত্র চার মাস। চলতি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে বেতন বাড়াতে চায় না।

এদিকে বেতন না বাড়ালে মেসি চুক্তি নবায়নে আগ্রহী নন। পিএসজি বোর্ডের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন লিও’র বাবা হোর্হে মেসি। ভালো ফল আসেনি সেই সভা থেকে। খবর সমকালের।

ওদিকে পিএসজি মৌসুম শেষে নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে। ২০১৭ সালে তাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল প্যারিসিয়ানরা। এখন কেনা দামের এক চতুর্থাংশের কাছাকাছি অর্থাৎ ৬০ মিলিয়ন ইউরোর মতো পেলে নাকি তাকে ছেড়ে দিতে রাজি ক্লাবটি।

তবে নেইমারের ইচ্ছে পিএসজিতেই থাকার। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। ইনজুরি জর্জরিত নেইমার ওই চুক্তি শেষ করার কথা ভাবছেন।