হাসপাতালে ভর্তি আহতদের খোঁজখবর নিচ্ছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল গতকাল রাতে পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বিপিএম-বার, পিপিএম)।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন আইজিপি। ছবি : বাংলাদেশ পুলিশ

এ ছাড়া তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নিতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহত ব্যক্তির সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে।