প্রকৃত মালিকের কাছে মোবাইল হস্তান্তর করছেন ৭ এপিবিএনের সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদ। ছবি: বাংলাদেশ পুলিশ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে সিডিআর পর্যালোচনার ভিত্তিতে ৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে গাজীপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি ও কমলগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন ৭ এপিবিএনের সদস্যরা।

মোবাইল হস্তান্তর করছেন ৭ এপিবিএনের সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদ। ছবি: বাংলাদেশ পুলিশ

৭ এপিবিএন ইউনিটের অধিনায়ক (অতিরক্তি ডিআইজি) খো. ফরিদুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদ গতকাল ৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২টি মোবাইল ফোন থানা-পুলিশের মাধ্যমে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।