গরমে অতিষ্ঠ জনজীবন। ছবি: সংগৃহীত

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে রাজধানীতে দুই মিলিমিটার বৃষ্টি হলেও গরম কমেনি। এ অবস্থা থাকতে পারে আরও দুদিন।

তবে স্বস্তির খবরও রয়েছে। তিন দিনের মাথায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ জুলাই) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খবর প্রথম আলোর।

আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার শেষে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।