শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

শুক্রবার (১৫ জুলাই) সকালে এক বিবৃতিতে স্পিকার বলেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা।

স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার মানুষ দেশটির এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করে আসছেন।

এর আগে গণবিক্ষোভের মুখে বুধবার (১৩ জুলাই) তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও মঙ্গলবার (১২ জুলাই) রাতে একটি সামরিক বিমানে করে পালিয়ে মালদ্বীপে চলে যান। বৃহস্পতিবার (১৪ জুলাই) সেখান থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে পৌঁছান সিঙ্গাপুরে।

পরে রাতে খবর আসে, স্পিকারকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুরে শ্রীলঙ্কার হাই কমিশনের মাধ্যমে তা কলম্বোতে পৌঁছেছে।

সিঙ্গাপুর সরকার বলেছে, গোটাবায়াকে ব্যক্তিগত সফরে সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন, না সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, তা এখনও স্পষ্ট নয়।