প্রচণ্ড শীতে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ মাকে ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

বয়স ৭৫ বছর। রয়েছে পাঁচ ছেলে সন্তান। তারপরও এই বৃদ্ধ মায়ের ঘরে ঠাঁই হয়নি। প্রচণ্ড শীতের মধ্যেই রাস্তায় পড়ে ছিলেন তিনি। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ এ খবর পেয়ে সেই মাকে উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। শুধু তা-ই নয়, তাঁকে বাসায়ও পৌঁছে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর থানা এলাকায়।

জেলা পুলিশ জানায়, উলিপুর থানার হাতিয়া গাবুরজান গ্রামে ৫ ছেলে সন্তান থাকার পরও বৃদ্ধ মা প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় পড়ে ছিলেন। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে উলিপুর থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। এরপর তাঁকে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাঁর ছেলে সন্তানদের ডেকে বিষয়টি সমাধান করে পুলিশ। সেই বৃদ্ধ মা এখন থেকে তাঁর মেয়ের জিম্মায় থাকবেন এবং ছেলে সন্তানেরা তাঁর ভরণপোষণের অর্থ প্রদান করবেন বলে পুলিশের কাছে অঙ্গীকার করেছেন।