ডিএমপি নিউজ: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে আগামী ৩০ জুন এবং ১ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা নেবে বুয়েট কর্তৃপক্ষ।

আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুনের পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ মে) বুয়েটের ওয়েবসাইট এ তথ্য প্রকাশ করা হয়।

করোনা মহামারির কারণে অন্য খাতের মতো শিক্ষা খাতেও প্রভাব পড়েছে। বুয়েটে এ বছর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর লিখিত ভর্তি পরীক্ষা।