কক্সবাজারের উখিয়ায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কিছু মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়ায় শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা।

তাঙ্গারার নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন-এর সিআইসি অফিস সংলগ্ন দরবার হলে আসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন গাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরিং মদু নিজি, দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব ডিফেন্স স্টাফ মেজর জেনারেল মামাত ও চ্যাম, গাম্বিয়া সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষা অভিযানের পরিচালক কর্নেল আলহাজি সান্নেহ, গাম্বিয়া সশস্ত্র বাহিনীর আইনবিষয়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বাহোরি জাইতেহ, জাতিসংঘে গাম্বিয়ার স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ইসাতু বাদজি, বাংলাদেশ সেনাবাহিনী সদরদপ্তরের পরিচালক ওভারসিজ অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক এনডিসি, পিএসসি ও দোভাষী মাহমুদা খানম।

প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন কক্সবাজারে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান বিএসপি এনডিইউ পিএসসি, ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশিদ, ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর, ১৪ এপিবিএনের সহঅধিনায়ক ও পুলিশ সুপার মো. সাইফুজ্জামানসহ ১০ পদাতিক ডিভিশনের বিভিন্ন পদবির কর্মকর্তারা।