ওরিয়েন্টেশন কোর্সের চতুর্থ দিনে এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান বিএমপিতে সদ্য যোগ দেওয়া এসআইরা। ছবি: বিএমপি

বিভিন্ন ইউনিট থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) সদ্য যোগ দেওয়া উপপরিদর্শকদের (এসআই) পাঁচ দিনের ওরিয়েন্টেশন কোর্সের চতুর্থ দিন সফলভাবে সম্পন্ন হয়েছে ।

মূলত বিএমপি যে ধারায় কার্যক্রম পরিচালনা করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, সদ্য যোগদান করা কর্মকর্তাদের সেই কর্মকৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এ কৌশলের সঙ্গে খাপ খাইয়ে চলার লক্ষ্যেই এ ধরনের একটি কোর্সের আয়োজন।

গতকাল বুধবার ছিল ওরিয়েন্টেশন কোর্সের চতুর্থ দিন। ওই দিন ওরিয়েন্টেশনের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা বিএমপির এয়ারপোর্ট থানা, কাউনিয়া থানা, বরিশাল বিমানবন্দর, বিমানবন্দর পুলিশ গার্ড ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।