বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সুনামগঞ্জ শহরের অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় শহরের অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর প্রমুখ।