শিরোপা নিয়ে উদযাপনে ব্যস্ত টাইগাররা। ছবি : সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে টাইগাররা। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান করে বাংলাদেশ। ৫৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ৩৬ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান করতে পারে ইংলিশরা। তাসকিন দুটি, তানভীর, সাকিব ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন লিটন দাস। পুরো সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ১৪৪ রান করে সিরিজসেরা নির্বাচিত হন।