পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেট জেলার বিশ্বনাথ থানার পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার সময় বিশ্বনাথ থানা-পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই থানাধীন ৪ নং রামপাশা ইউনিয়নের অন্তর্গত বৈরাগী বাজার-জমশেরপুর ব্রিজ এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাইকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামী আশরাফুল হকসহ আরও ৪ জন মিলে ২০০২ সালে দস্যুতাকালে সিলেট মেট্রোপলিটনের দক্ষিণ সুরমা থানাধীন তেতলী এলাকার জিলু মিয়া নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় মোহাম্মদ চেরাগ আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন।

জিলু মিয়াকে নৃশংসভাবে হত্যার দায়ে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তার আশরাফুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।