ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে উদ্ধার গাঁজার গাছ। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামে জেলা পুলিশ দুটি অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

এক মাদক কারবারি নিজ বাড়িতে গাঁজা চাষ করেন, গোপন সূত্রে পাওয়া এমন খবরের ভিত্তিতে ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম ২৪ অক্টোবর ভোররাত ৪টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে দিকে বড়ভিটা ইউনিয়নের বাঘ খাওয়ার চরে মো. জাফর আলী নামের কুখ্যাত মাদক কারবারির বাড়ি থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে। প্রতিটি গাছের উচ্চতা আনুমানিক ১৮ ফুট। সব মিলিয়ে ওজন ১১৪ কেজি। এ সময় মো. জাফর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

একই দিনে ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি অভিযানে আন্ধারীঝার গ্রামে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের মাদক কারবারির বসতবাড়িতে একটি গোপন ট্রাঙ্কের ভেতর লুকানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।