সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

যথার্থ টুর্নামেন্ট হিসেবে এতদিনেও প্রতিষ্ঠিত করতে না পারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার এক অনুষ্ঠানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বলেন, ‘প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে সবকিছু ঠিক করতে আমার সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় লাগবে।’ খবর বাসসের।

গালফ অয়েল কোম্পানির পণ্য দূত সাকিব কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এক দিনের জন্য আজ অফিসও করেছেন।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সঙ্গে তুলনা করতেও রাজি নন সাকিব। তাঁর মতে, বিপিএলের চেয়ে ডিপিএল অনেক ভালো আয়োজন।

তিনি বলেন, ‘ডিপিএল সুসংগঠিত টুর্নামেন্ট। এখানে ক্লাবগুলো লিগ শুরুর অনেক আগ থেকেই দল গঠন করে। দলগুলো তাদের লক্ষ্য জানে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকে।’